kalerkantho


ইমরান হাশমির 'চিট ইন্ডিয়া' আসছে.....

কালের কণ্ঠ অনলাইন   

১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ১৩:৫৯ইমরান হাশমির 'চিট ইন্ডিয়া' আসছে.....

ইমরান হাশমির আগামী ছবি 'চিট ইন্ডিয়া'র মুক্তির তারিখ ঘোষিত হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসের ২৫ তারিখ বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবিটি। ছবিটি যৌথভাবে প্রযোজন করছে এলিপসিস এন্টারটেইনমেন্ট, টি-সিরিজ আর ইমরান হাশমি ফিল্মস।

আরো পড়ুন :
'এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা' 

ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এক ট্যুইট বার্তায় এই খরবটি দেন। তিনি লেখেন, #চিটইন্ডিয়া আসছে ২০১৯-এর জানুয়ারি ২৫এ। এই ছবিতে ভারতের শিক্ষাব্যবস্থার নানা অনিয়ম তুলে ধরা হয়েছে। পরিচালক সৌমিক সেন.....প্রয়োজনা টি-সিরিজ, ইমরান হাশমি ফিল্মস, এলিপসিস এন্টারটেইনমেন্ট।

ভারতের শিক্ষাব্যবস্থায় ঘটে যাওয়া নানা অপরাধই এই ছবিটির মূল কাহিনি। এই অনিয়মের সাথে সংঘবদ্ধ অপরাধীচক্রের যোগসাজশ ছবিতে তুলে ধরা হয়েছে। ছবিটির পরিচালক 'গুলাব গ্যাং' খ্যাত সৌমিক সেন।
সূত্র : ডিএনএ       

 মন্তব্য