kalerkantho


'এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'

কালের কণ্ঠ অনলাইন   

১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:৪৫'এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'

১৯৯৪ সালের একটি বিখ্যাত ছবি '১৯৪২ : আ লাভ স্টোরি'। এই ছবিরই একটি অনন্য ও অসম্ভব জনপ্রিয় গান 'এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'। গানটি একসময় মানুষের মুখে মুখে ফিরেছে। বলিউডের শীর্ষ লাভ সং-এর পছন্দের তালিকায় আছে অনিল কাপুরের লিপে আর কুমার শানুর ভয়েসে এই গানটি। গানটির মিউজিক করেছিলেন আর ডি বর্মন আর অনন্য গীতরচনা করেছিলেন জাভেদ আখতার। 

তবে, আজকের সংবাদটি পুরনো সেই ছবিকে নিয়ে নয়। আজকের সংবাদটি এই গানের নামে নতুন যে ছবিটি নির্মিতব্য, সেটি নিয়ে। শেলি চোপড়া ধর পরিচালিত নতুন এই ছবিতেও আছেন অনিল কাপুর, তবে নায়িকা তাঁর মেয়ে, সোনম কাপুর। বাবা-মেয়ের এই দারুণ জুটি জমবে বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

আরো পড়ুন : সালমান খানের শুভেচ্ছাবার্তা, শুটিং স্পট থেকে 

এই প্রসঙ্গে একটি ছবি ও পোস্ট নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করে সোনম কাপুর লেখেন, বাবার সাথে কাজ। মনে হয় নিজের ঘরে বসেই কাজটা করছি। দারুণ একটা টিম। ছবির সেট থেকে এই ছবিটা শেয়ার করছি।

ছবিতে অনিল ও তাঁর মেয়ে ছাড়াও আছেন রাজকুমার রাও আর জুহি চাওলা। একই ছবি অন্যরাও তাঁদের টাইমলাইনে শেয়ার করেছেন। 

উল্লেখ্য, '১৯৪২ : আ লাভ স্টোরি' ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেছিলেন নতুন ছবিটির পরিচালকের ভাই বিধু বিনোদ চোপড়া। 
সূত্র : এনডিটিভি            মন্তব্য