kalerkantho


সালমান খানের শুভেচ্ছাবার্তা, শুটিং স্পট থেকে

কালের কণ্ঠ অনলাইন   

১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ১১:১৫সালমান খানের শুভেচ্ছাবার্তা, শুটিং স্পট থেকে

'রেস' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি 'রেস ৩'-এর শুটিংয়ের জন্য বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন বলিউড মেগাস্টার সালমান খান। গতকাল তিনি ছবির শুটিং স্পট  থেকে তাঁর ভক্তদের উদ্দেশে একটি শুভেচ্ছাবার্তা পাঠান। থাই ভাষায় সেই শুভেচ্ছাবার্তার অর্থ : হ্যালো, 'রেস ৩'-এর সেট থেকে।

২০ সেকেন্ডের আরেকটি ট্যুইটার ভিডিওতে সালমান ছবিটির অসাধা্রণ লোকেশন নির্দেশ করে লেখেন, 'রেস ৩'-এর লোকেশন থেকে।

সম্প্রতি, সালমান খান 'রেস ৩'-এর পুরো টিম নিয়ে থাইল্যান্ডে অবস্থান করছেন। সেখানে পাতায়া সৈকতে তিনি ও জ্যাকুলিন ফার্নান্দেজ একটি গানের শুটিং করবেন। ২০ দিনের এই শিডিউলে ছবির ওই গানটির চিত্রধারণ করবেন ছবির পরিচালক রেমো ডি'সুজা। সেই সাথে আরো কিছু অ্যাকশন দৃশ্যের চিত্রায়নও করা হবে এই স্বল্প সময়ে।

ঘোষণার পর থেকেই আলোচনায় 'রেস' ফ্যাঞ্চাইজির এই তৃতীয় ছবিটি। দুর্দান্ত অ্যাকশন, হেভি-ডিউটি কাস্টিং আর অনন্য নির্মাণশৈলীর জন্য ইতিমধ্যেই অন্যতম আকাঙ্ক্ষিত ছবির তালিকায় উঠে এসেছে ছবিটি।

সালমান ও জ্যাকুলিন ছাড়াও ছবিটিতে আরো আছেন অনিল কাপুর, সাকিব সেলিম, ববি দেওল আর ডেইজি শাহ। ছবিটি প্রযোজনা করছে সালখান খান ফিল্মস আর রমেশ তুরানি। ছবিটি আগামী রোজার ঈদে মুক্তির দেওয়ার কথা রয়েছে। 
সূত্র : ডিএনএ মন্তব্য