kalerkantho


১০ বছরের একটি মেয়ে ছিল আমির খানের প্রথম প্রেম

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:২০১০ বছরের একটি মেয়ে ছিল আমির খানের প্রথম প্রেম

বিশ্ব ভালোবাসা দিবসে বলিউড সুপারস্টার আমির খান তার প্রথম প্রেমের সম্পর্কে বলেছেন। আমির খানের মতে, তার প্রথম প্রেম রিনা দত্ত নয় অন্য কেউ ছিলেন। আমির খান নিজে সোশ্যাল মিডিয়ায় এই কথা বলেছেন। আমির খান জানিয়েছেন তিনি প্রথম ১০ বছর বয়সে প্রেমে পড়েন।

আমিরের মতে, টেনিস কোচিংয়ের প্রায় ৪০-৫০ জন বাচ্চাদের দল ছিল। সেখানেই প্রথম আমির সেই মেয়েটিকে দেখেন। মেয়েটি সেখানে টেনিস খেলতে আসতো। দিন রাত তিনি শুধু তার কথা ভাবতেন।

আমিরের সিনেমা 'জো জিতা ওহি সিকান্দার' গানের লাইন 'উড়তা হি ফিরু' গান একদম সঠিক ছিল। মনে মনে আমির সেই মেয়েটিকে ভালোবাসতেন। কিন্তু কখনও সাহস করে তাঁর হৃদয়ের কথা বলেননি।

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমির খানের তাঁর ভক্তদের জন্য একটি টুইট করেছেন। তার কারণে আমিরের টেনিস খেলা ভালো হয়েছিল। অনেক অনুশীলন করতেন। প্রথমে আসতেন এবং শেষে যেতেন। তবে, দেড় বছর পর সেই মেয়েটি এবং তার পরিবার শহর ছেড়ে চলে যান। আমির বলেছেন, সেটা তাঁর নীরব প্রেম ছিল কোনওদিন বলতে পারেননি।

আমির ভিডিও আপলোড করে সমগ্র বিশ্বের সামনে তার প্রথম প্রেমের কথা বলেছেন। এরপর সোশ্যাল মিডিয়া নানা ধরনের প্রতিক্রিয়া আসতে থাকে।মন্তব্য