kalerkantho


জন্মদিনে সঞ্জয়ের উপহার 'সাহেব বিবি অউর গ্যাংস্টার ৩'

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১৩:৫০জন্মদিনে সঞ্জয়ের উপহার 'সাহেব বিবি অউর গ্যাংস্টার ৩'

সঞ্জয় দত্ত। শুধু এটুকুই তাঁর জন্য যথেষ্ট কেননা তিনি নিজের নামের প্রতি যথেষ্ট সুবিচার করেছেন। আসছে ২৯ জুলাই এই মহাতারকার জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে নিজের অসংখ্য ভক্ত-অনুরাগীর জন্য তিনি নিয়ে আসছেন এক অনন্য উপহার। 

কী হতে পারে সেই উপহার? ধারণা করুন। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আসছে জন্মদিনে তিনি তাঁর ভক্তদের উপহার দিতে চলেছেন তাঁর নতুন ছবি 'সাহেব বিবি অউর গ্যাংস্টার ৩'।

আরো পড়ুন : ইরফান খান 'ব্ল্যাকমেইল' করছেন 

এই সুখবরটি এবং সেই সাথে সিনেমাটির ফার্স্ট লুকের ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করে মুন্না ভাই এমবিবিএস লেখেন, ছবিটি ২৭ জুলাই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

'সাহেব বিবি অউর গ্যাংস্টার' ফ্র্যাঞ্জাইজির তৃতীয় ছবিটি পরিচালনা করবেন তিগমাংশু ধুলিয়া। ছবিটিতে সঞ্জয়ের সাথে আরো আছেন জিমি শেরগিল, মাহি গিল, চিত্রাঙ্গদা সিং ও আরো অনেকে। 

ধারণা করা হচ্ছে এই ছবিটির মাধ্যমে সঞ্জয়ের একটা দারুণ 'কামব্যাক' হবে। 
সূত্র : ডিএনএ    মন্তব্য