kalerkantho


এখনও অনেক প্রেমের প্রস্তাব পাই : জেমস

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ২১:৩৭এখনও অনেক প্রেমের প্রস্তাব পাই : জেমস

ভালোবাসা দিবস উপলক্ষে একটি সংগীত অনুষ্ঠানে অংশ নিতে এখন কলকাতায় জেমস। আজ বুধবার সেখানকার একটি জনপ্রিয় সংবাদপত্রের মুখোমুখি হয়েছিলেন জেমস। কথা বলেছেন নিজের ব্যক্তিগত জীবন সহ সঙ্গীতের নানা বিষয় নিয়ে।

ভারতীয় গণমাধ্যমটিকে জেমস ২০১৮ পরিকল্পনা নিয়ে জানিয়েছেন,'নতুন গান তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে এখন শো-এর চাপে নতুন গান তৈরির কাজে তেমন একটা সময় দিতে পারছি না। এই বছর বেশ কয়েকটি গান মুক্তি পাবে, অ্যালবাম নয়। এখন আর অ্যালবামের যুগ নেই। মাধ্যমটাই পালটে গেছে।

বলিউডে নিজের অনুপস্থিত কারণ হিসেবে জানিয়েছেন, 'পেশাদার ভাবে কাজটা করতে হলে আমাকে মুম্বাইয়ে থাকতে হতো। আমার পক্ষে সেটা সম্ভব ছিল না। তবে মাঝখানে ভেবেছিলাম, আমার জনপ্রিয় বাংলা গানগুলো হিন্দিতে রিক্রিয়েট করব। সময়ের অভাবে সেটা হচ্ছে না।'

গণমাধ্যমটিকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে জেমস আক্ষেপ করে জানিয়েছেন,'বাবা আমার সাকসেসটা দেখে যেতে পারেননি।'

নিজের প্রথম বিয়ে ভেঙ্গে যাওয়ার ব্যাপারে কথা বলতে আগ্রহ না দেখালেও দুই বাংলার তুমুল জনপ্রিয় এ গায়ক নিউজের প্রেমের ব্যাপারে কথা বলেছেন।জানিয়েছেন,'প্রেমের কি কোনও শেষ আছে? এখনও অনেক প্রস্তাব পাই।'মন্তব্য