kalerkantho


করণের ছবিতে জুটি বাঁধছেন রণবীর-দীপিকা!

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ২১:১২করণের ছবিতে জুটি বাঁধছেন রণবীর-দীপিকা!

রণবীর সিং-দীপিকা পাডুকোন। গোলিও কি রাসলীলা- রাম লীলা, বাজ়িরাও মাস্তানি ও পদ্মাবত- সঞ্জয় লীলা বনশালির একের পর এক ছবিতে দেখা গেছে এই চেনা জুটিকে। ফের একবার জুটি বাঁধতে চলেছেন তাঁরা। তবে বনশালির ছবিতে নয়। পরিচালক-প্রযোজক করণ জোহরের ছবিতে। শোনা যাচ্ছে, করণ ও সালমান খানের যৌথ প্রযোজনার এক ছবিতেই নাকি দেখা যাবে তাঁদের।

এক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত সপ্তাহে করণের বাড়িতে গিয়েছিলেন দীপিকা-রণবীর। সেই সময় সেখানে সালমান খানের মা সালমান খানকেও দেখা যায়। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছে দীপিকা-রণবীরকে নিয়ে ছবি করতে চান করণ।

এর আগে করণ ও সালমানের একসঙ্গে অক্ষয় কুমারের কেসরি ছবিতে প্রযোজনা করার কথা ছিল। তবে সেই ছবি থেকে সরে যান সলমান।

অবশ্য দীপিকা-রণবীরকে এখনই আবার জুটি বাঁধতে দেখা যাবে কি না, সে বিষয় স্পষ্ট নয়। তবে এক সাক্ষাৎকারে দীপিকা প্রশ্ন করা হয়েছিল, দীপিকা ও রণবীর কি এমন কোনও ছবিতে কাজ করতে চান যার শেষে হ্যাপি এন্ডিং হবে।
উত্তরে তিনি বলেছিলেন, আশা করছি তাই হবে। আমার পরিবারও আমাকে এক কথাই বলে। আমার মা-বোন বলে, প্রত্যেক ছবিতে তোমাদের মরতেই হবে। আমার আশা, এরপর যে ছবিতে আমরা করব তার শেষে অবশ্যই আমরা বেঁচে থাকব।মন্তব্য