kalerkantho


ভালোবাসার দিনে নস্টালজিক অমিতাভ

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ১৬:১৮ভালোবাসার দিনে নস্টালজিক অমিতাভ

আজ ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। আর এই দিনেই বলিউড ভালোবাসার দিকপাল অমিতাভ বচ্চন হলেন নস্টালজিক। আমরা জানি, অমিতাভ আর জয়া হলেন ভালোবাসার গল্পের অনেক বড় অনুপ্রেরণা। অনেক কিছুর পর আজ তাঁরা বলিউডের সবচেয়ে শক্তিশালী দম্পতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছেন।

আরো পড়ুন : আসছে চিরন্তন প্রেমোপাখ্যান 'লায়লা মজনু' 

সব সময়ই জয়া ছিলেন তাঁর পিছে, আর তাই আজ অমিতাভ বচ্চন বিগ বি। পুরনো সময় ভুলে যাননি বিগ বি। তাই, অনেক পুরনো একটি ছবি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ক্যাপশন লিখেছেন, কিছু স্মৃতি এমন ভালো ছিল।
সূত্র : ডেকন ক্রনিকলমন্তব্য