kalerkantho


ভালোবাসার দিনে আমির খানের প্রিয় গান

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ১৩:৪৮ভালোবাসার দিনে আমির খানের প্রিয় গান

হ্যাঁ, তিনি তো ভালোবাসার মানুষই। অনেক রোমান্টিক ছবিতে অনবদ্য অভিনয় করেছেন তিনি। এখন বয়স হয়েছে, তাই সোজাসাপ্টা রোমান্টিক চরিত্র থেকে নিজেকে অনেকটা গুটিয়েই নিয়েছেন বলিউডের 'সেনসেশন অব অল টাইম' আমির খান। তবুও, ভালোবাসার দিন বলে কথা, তাই ভক্ত-অনুরাগী আর নেটিজেনদের জন্য নিজের পছন্দের গানের কথা জানালেন তিনি, নিজের ট্যুইটার হ্যান্ডেলে। আর সেটা অন্য কোনো গান নয়, প্রিয় ছবির প্রিয় গান 'প্যাহলা নেশা'।

আরো পড়ুন : 
'ফানি খান' ঐশ্বরিয়ার ফার্স্ট লুক

'জো জিতা ওহি সিকান্দার' ছবির এই অসম্ভব জনপ্রিয় গানটি শুনছেন বলে ট্যুইটারে জানালেন তিনি। প্রবাদতুল্য শ্রোতানন্দিত এই গানটি বলিউডের অন্যতম সফল প্রেমের গান। আর তাই নিজের এই গানটি শুনেই আজকের ভালোবাসার দিনটি তিনি পালন করতে চান।

ট্যুইটারে আমির লেখেন, আজকের ভ্যালেন্টাইনস ডে-তে আমার নিজের ছবির গান প্যাহলা নেশা শুনছি। আজকের দিনের জন্য এটা একটা আদর্শ গান। এটা অবশ্যই আমার নিজেরও খুব প্রিয় একটি গান। সবার জন্য ভ্যালেন্টাইনস ডে'র শুভেচ্ছা। ভালোবাসা।
সূত্র : ডিএনএ
  মন্তব্য