kalerkantho


'ফানি খান' ঐশ্বরিয়ার ফার্স্ট লুক

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:১৮'ফানি খান' ঐশ্বরিয়ার ফার্স্ট লুক

'ফানি খান' ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে গতকাল। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ক্রিআর্জ এন্টারটেইনমেন্টের এই ছবিতে তাঁর সাথে আরো আছেন অনিল কাপুর ও রাজকুমার রাও। জানা গেছে, ২০০১ সালের সেরা বিদেশি ভাষার ছবি নমিনেশন পাওয়া ডাচ ছবি 'এভরিবডিস ফেমাস'-এর ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে এই ছবিটি। 

ক্রিআর্জ এন্টারটেইনমেন্ট তাদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ঐশ্বরিয়ার ছবিটি প্রকাশ করে। ছবিতে ঐশ্বরিয়াকে অন্যরকম 'লুকে' দেখা গেছে।

আরো পড়ুন : 'লাভরাত্রি'র প্রথম পোস্টার প্রকাশ্যে

সূত্র জানাচ্ছে, ছবিতে ঐশ্বরিয়া একজন গায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। আর ছবিতে তাঁকে পোশাকে সাজিয়েছেন আর কেউ নন, মণীষ মালহোত্রা।

ছবিতে ঐশ্বরিয়ার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। যিনি ঐশ্বরিয়ার চেয়ে ১০ বছর বড়। 

ছবিটি টি-সিরিজ ও ক্রিআর্জ এন্টারটেইনমেন্ট যৌথভাবে প্রযোজনা করছে। শিডিউল অনুযায়ী আগামী ১৩ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।
সূত্র : ডিএনএ  মন্তব্য