kalerkantho


মনে পড়ে মধুবালাকে? আজ তাঁর জন্মদিন

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ১১:৪১মনে পড়ে মধুবালাকে? আজ তাঁর জন্মদিন

ফাইল ছবি

আজ ১৪ ফেব্রুয়ারি শুধু ভালোবাসাদিবসই না, আজ বলিউড ছবির স্বর্ণসময়ের অন্যতম নায়িকা মধুবালার জন্মদিনও। 

আপনার কী মনে পড়ছে মধুবালাকে? অনিন্দ্য হাসি আর উজ্জ্বল চোখের তারার সেই নায়িকা। সাদাকালো যুগের সেই বিস্ময় জন্মেছিলেন ১৯৩৩ সালের এই দিনে। বেঁচেছিলেন মাত্র ৩৬ বছর। তবে যা রেখে গেছেন, তা ভুলে যাওয়ার নয়।

আরো পড়ুন : 'লাভরাত্রি'র প্রথম পোস্টার প্রকাশ্যে 

তাঁকে বলা হতো 'দ্য ভেনাস অব ইন্ডিয়ান সিনেমা'। অনবদ্য সৌন্দর্য আর অভিনয়গুণে মুগ্ধ করেছেন দর্শকমন। 'মহল' থেকে 'বারসাত কি রাত', মাঝখানে 'চলতি কি নাম গাড়ি' বা 'মুঘল-ই-আজম'- সবেতেই আছে তাঁর প্রশংসিত অভিনয়শৈলী। 

আজ তাঁর জন্মদিনে সর্বজনপ্রিয় এই নায়িকার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা।
সূত্র : ইন্টারনেট  মন্তব্য