kalerkantho


শুধু অনলাইনে মুক্তি পাচ্ছে বান্না'র 'বেকার'

কালের কণ্ঠ অনলাইন   

১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ১৬:৩৯শুধু অনলাইনে মুক্তি পাচ্ছে বান্না'র 'বেকার'

জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ'র ভালোবাসা দিবসের বিশেষ নাটক 'বেকার' মুক্তি মুক্তি পাচ্ছে আজ রাতে। শুধু মাত্র অনলাইনে এই নাটক মুক্তি পাবে। আজ রাত ৮ টায় 'ডেডলাইন এন্টারটেইনমেন্ট' অফিশিয়াল চ্যানেলে নাটকটি মুক্তি দেয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব ও অভিনেত্রী মেহজাবিন। উচ্চবিত্তের বাইরের সবশ্রেণীর কাছেই চাকরি একটি বহুল প্রত্যাশিত বস্তু। কতটা আকাঙ্ক্ষিত তা শিক্ষাজীবন শেষ করেই হাড়ে হাড়ে টের পাওয়া যায়।

এ প্রসঙ্গে নির্মতা বান্নাহ বলেন, আমাদের খুব পরিচিত গল্প যা আমরা দেখেও না দেখি না। সেই গল্পকেই ভিন্ন দৃষ্টিকোণ থেকে 'বেকার' নাটকে দেখানোর চেষ্টা করেছি। এতে অপূর্ব ও মেহজাবিনের অভিনয় দৃষ্টি কাড়বে বলে মনে করছি।  

'বেকার' দেখতে হলে চোখ রাখতে হবে এখানে ক্লিক করেমন্তব্য