kalerkantho


'জিরো'তে বামন শাহরুখ : একটি বিস্ময়ের অপেক্ষা

কালের কণ্ঠ অনলাইন   

১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ১৫:২২'জিরো'তে বামন শাহরুখ : একটি বিস্ময়ের অপেক্ষা

ছবির নাম যদি হয় 'জিরো' আর তাতে যদি অভিনয় করেন শাহরুখ খান, তবে এটা হতেই পারে দর্শকদের সবচেয়ে আকাঙ্ক্ষিত ছবি। আর যদি জানা যায় এ ছবিতে একটি 'বামন' চরিত্রে রূপদান করেছেন শাহরুখ আর তাঁর কো-স্টার ক্যাটরিনা কাইফ আর আনুশকা শর্মার চরিত্র নিয়ে যদি থাকে ধোঁয়াশা, তবে তো কথাই নেই। 

ছবিটি মহাজাগতিক। মূলত একটি সাইন্স ফিকশন। আছে রোমান্স আর নাটকীয়তা। শাহরুখের ছবিতে যা নিয়মিতই দেখছেন দর্শকরা।

আরো পড়ুন : প্রিয়ার যে ছবিগুলো আপনি দেখতে চাইবেন

গণমাধ্যম বলিউড লাইফ বলছে, ছবিটি রোমান্স, নাটকীয়তা আর বিজ্ঞান কল্পগল্পের এক অসাধারণ মিশেল। ছবিটি শেষ পর্যন্ত উপভোগ্য হবে। ছবিটির পরতে পরতে থাকবে বিস্ময়। 
সূত্র : বলিউড লাইফ, ডেকন ক্রনিকল মন্তব্য