kalerkantho


আরও ২০ বছর এই ইন্ডাস্ট্রিতে থাকবো : কারিনা কাপুর

কালের কণ্ঠ অনলাইন   

৯ ফেব্রুয়ারি, ২০১৮ ০৯:০৮আরও ২০ বছর এই ইন্ডাস্ট্রিতে থাকবো : কারিনা কাপুর

ছেলে তৈমুরের জন্মের পর কিছুটা ওজন বেড়ে গেছিল। তাই, কাজ থেকে ক’দিন দূরে রেখেছিলেন নিজেকে। বেশ কিছুদিন হলো বাড়তি মেদ ঝরিয়ে আবার পুরোনো ফর্মে ফিরেছেন। ল্যাকমে অ্যাবসোলিউটের শো স্টপার হয়ে এই মুহূর্তে রয়েছেন ল্যাকমে ফ্যাশন উইকে। সেখানেই নিজের ক্যারিয়ার নিয়ে কথা বললেন করিনা।

তিনি বলেন, বলিউডে আমার জার্নিটা খুব সমৃদ্ধ। অনেক সম্মান পেয়েছি। তাই আরও দু’দশক এই ইন্ডাস্ট্রিতে থাকতে চাই। আগামী ১ জুন মুক্তি পেতে চলেছে আমার পরের ছবি ভীরে দি ওয়েডিং। ছবিতে আমার সঙ্গে কাজ করেছে সোনম, স্বরা আর শিখা। চার বন্ধুর গল্প। নারীকেন্দ্রিক ছবি। ছবিজুড়ে অনেক মজা আছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।

সাক্ষাৎকারে কারিনাকে প্রশ্ন করা হয়েছিল, একই ছবিতে চার মহিলা চরিত্র, অভিনয় করতে সমস্যা হয়নি? জবাবে করিনা বলেন, একদমই না। আমরা তো বন্ধু। আর রিয়া কাপুর আমার খুব ভালো বন্ধু। ও এই ছবির অন্যতম প্রযোজক। ছবির শুটিংয়েও আমরা সবাই মিলে খুব মজা করেছি।মন্তব্য