kalerkantho

সালমান-ববিদের সাথে জন্মদিনের পার্টিতে প্রীতি

কালের কণ্ঠ অনলাইন   

৩১ জানুয়ারি, ২০১৮ ১১:৫১ | পড়া যাবে ২ মিনিটেসালমান-ববিদের সাথে জন্মদিনের পার্টিতে প্রীতি

আজ ৩১ জানুয়ারি। বলিউড কাঁপানো অভিনেত্রী প্রীতি জিন্টার ৪৩তম জন্মদিন। গতকাল রাতে পরিকল্পনা ছাড়াই এক পার্টির আয়োজন করেন তিনি। আর এই পার্টিতে হাজির ছিলেন তাঁর সাবেক সহ-অভিনেতা সালমান খান, ববি দেওল। সেই সাথে লুলিয়া ভান্তুর ও সোনাক্ষী সিনহা। আরো ছিলেন চলচ্চিত্র প্রযোজক রমেশ তুরানি ও আরো অনেক বন্ধুরা।  

এই অনুষ্ঠানের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে প্রীতি লেখেন, অসাধারণ এই শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। আমি খুবই আনন্দিত এবং সম্মানিত। সবার জন্য ভালোবাসা। এ ছাড়াও প্রীতি 'হঠাৎই এক হওয়া' বা 'বন্ধুতা চিরদিনের' জাতীয় হ্যাশট্যাগও ব্যবহার করেন।

আরো পড়ুন : আমিরের চীন দখল, ৫০০ কোটির টার্গেটে লড়ছে সিক্রেট সুপারস্টার 

উল্লেখ্য, সালমান খান এবং ববি দেওল- উভয়ই প্রীতির সাবেক সহ-অভিনেতা। সালমানের সাথে রয়েছে তাঁর অনেক সুপারহিট ছবি। হার দিল জো পেয়ার করেগা, চোরি চোরি চুপকে চুপকে, জান-এ-মান বা দিল নে জিসে আপনা আপনা কাহা'র মতো ছবি আছে এই জুটির ঝুলিতে। এ ছাড়াও ম্যায় অউর মিসেস খান্না ছবির একটি গানে দেখা যায় এই তারকাজুটিকে।

ববি দেওলের সাথে সোলজার ও হিরোস ছবিতে অভিনয় করেছেন প্রীতি। সম্প্রতি তাঁরা ঝুম বরাবর ঝুম ছবিতেও একসাথে কাজ করেছেন।
সূত্র : এনডিটিভি   

মন্তব্য