kalerkantho


বিনামূল্যে পদ্মাবত-এর টিকেট বিলি করল কংগ্রেস

কালের কণ্ঠ অনলাইন   

২৬ জানুয়ারি, ২০১৮ ২৩:০৩বিনামূল্যে পদ্মাবত-এর টিকেট বিলি করল কংগ্রেস

শিল্পের স্বাধীনতার স্বপক্ষে সওয়াল করতে পথে নামল ভারতের বিরোধী রাজনীতিক দল কংগ্রেস। সদ্য মুক্তি পাওয়া পদ্মাবত সিনেমাকে কেন্দ্র করে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি শাসিত একাধিক রাজ্যে তুলকালাম কাণ্ড চলছে। এরই প্রতিবাদে মানুষকে সংগঠিত করতে পথে নামল কংগ্রেস।

তবে সহিংস নয়, একেবারে গান্ধীগিরি ভাবে অহিংস আন্দোলন শুরু করল কংগ্রেস। তারই পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার দুপুরে শিয়াদহ স্টেশন সংলগ্ন বিগবাজারের হলের সামনে উৎসাহী দর্শকদেন বিনামূল্যে পদ্মাবত সিনেমা দেখার টিকেট বিলি করলেন কংগ্রেস নেতৃত্বরা।

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, যেভাবে বিজেপি একটি সিনেমাকে কেন্দ্র করে পথে নেমেছে তা আদতে শিল্পের স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল। এরই প্রতিবাদে মানুষকে সংগঠিত করতে এই সিদ্ধান্ত।মন্তব্য