kalerkantho


ডাবুর ক্যালেন্ডারে ঐশ্বরিয়া,শাহরুখদের পেছনে ফেললেন সানি

কালের কণ্ঠ অনলাইন   

২৩ জানুয়ারি, ২০১৮ ২১:৪৭ডাবুর ক্যালেন্ডারে ঐশ্বরিয়া,শাহরুখদের পেছনে ফেললেন সানি

ঐশ্বরিয়া রাই বচ্চন, শ্রদ্ধা কাপুর, অভিষেক বচ্চনদের নিয়ে ফটোশুট করেছেন সেলিব্রিটি ফটোগ্রাফার ডাবু রাত্নানি। প্রতি বছরের মতো এ বছরও তারকাদের ফটোশুট করে ক্যালেন্ডার তৈরি করেছেন ডাবু। শ্রদ্ধা, আলিয়া, ঐশ্বরিয়াদের সঙ্গে এবার ডাবুর ক্যামেরায় ঝলসে উঠলেন সানি লিওনও।

সামান্য মেকআপে কালো ব্যাকলেস পরে ডাবু রত্নানির জন্য ফটোশুট করেন বলিউডের ‘বেবি ডল’। শুধু তাই নয়, সানিকে এমন চেহারায় এর আগে কখনও দেখেননি।

বলিউড সমালোচকদের ভাষ্যমতে, ডাবু রত্নানির ক্যালেন্ডারে এবার সেভাবে নজর কাড়তে পারেননি শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু, ডাবুর ক্যামেরায় সানি লিওন যে এবার প্রায় সব সেলেবকেই পেছনে ফেলে দিলেন, তেমনই মনে করছেন অনেকে।

ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সানি ছবিটি। মাত্র ৯ ঘণ্টায় এতে লাইক পড়েছে ৪ লাখের ওপরে। মন্তব্যও পড়েছে সাড়ে ৩ হাজার।মন্তব্য