kalerkantho


শাহরুখকে সেলফিতে নিলেন পলক

কালের কণ্ঠ অনলাইন   

২৩ জানুয়ারি, ২০১৮ ১৫:৪৯শাহরুখকে সেলফিতে নিলেন পলক

বিশ্ব অর্থনৈতিক ফোরাম প্রদত্ত পুরস্কার ক্রিস্টাল অ্যাওয়ার্ড পাওয়ার পর অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্লানচেটের সঙ্গে ক্যামেরাবন্দি হলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শাহরুখ ও কেটের সঙ্গে এ বছর আরো এই পুরস্কার পান ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জন।

এটি ছিল ২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। একই অনুষ্ঠানে শাহরুখকে ফ্রেমবন্দী করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জুনাইদ আহমেদ পলক। সুইজারল্যান্ডের দাভোসে এই সম্মাননা অনুষ্ঠানটি আয়োজিত হয়। সেখানেই শাহরুখকে সেলফিতে নেন পলক।

অনুষ্ঠানে, ভারতে নারী ও শিশুদের জন্য মীর ফাউন্ডেশন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান খুলে এসিড ও নারী বার্ন ভিকটিমদের সেবা ও ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য কাজ করার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পান 'ডিয়ার জিন্দেগি' তারকা শাহরুখ।মন্তব্য