kalerkantho


কেট ব্লানচেটের সঙ্গে ফ্রেমবন্দি শাহরুখ

কালের কণ্ঠ অনলাইন   

২৩ জানুয়ারি, ২০১৮ ১৩:১২কেট ব্লানচেটের সঙ্গে ফ্রেমবন্দি শাহরুখ

বিশ্ব অর্থনৈতিক ফোরাম প্রদত্ত পুরস্কার ক্রিস্টাল অ্যাওয়ার্ড পাওয়ার পর অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্লানচেটের সঙ্গে ক্যামেরাবন্দি হলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শাহরুখ ও কেটের সঙ্গে এ বছর আরো এই পুরস্কার পান ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জন। এটি ছিল ২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

আরো পড়ুন :
ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেলেন শাহরুখ 

প্রকাশিত ওই ছবিতে আরো আছেন চব ফাউন্ডেশনের ফর সোশাল এন্টারপ্রেনারশিপ-এর সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন হিলডে চব এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি ক্লজ চব। 

ভারতে নারী ও শিশুদের জন্য মীর ফাউন্ডেশন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান খুলে এসিড ও নারী বার্ন ভিকটিমদের সেবা ও ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য কাজ করার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পান 'ডিয়ার জিন্দেগি' তারকা শাহরুখ।
সূত্র : এএনআইমন্তব্য