kalerkantho


১০৫ বছরে পরলোকে হলিউড অভিনেত্রী কনি সয়ের

কালের কণ্ঠ অনলাইন   

২৩ জানুয়ারি, ২০১৮ ১২:৪৯১০৫ বছরে পরলোকে হলিউড অভিনেত্রী কনি সয়ের

হলিউড ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী অভিনেত্রী কনি সয়ের অবশেষে পৃথিবীর মায়া কাটালেন। 'পাইনঅ্যাপেল এক্সপ্রেস' ও 'হোয়েন হ্যারি মেট স্যালি'-খ্যাত এই অভিনেত্রী ছিলেন জীবিত সর্বজ্যেষ্ঠ অভিনয়শিল্পী। গত ২১ জানুয়ারি তিনি ক্যালিফোর্নিয়ার উডল্যান্ড হিলস-এ মারা যান তিনি। মোশন পিকচার্স অ্যান্ড টেলিভিশন কান্ট্রি হাউজের একজন মুখপাত্র তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁকে বলা হয় 'ওলডেস্ট ওয়ার্কিং অ্যাকট্রেস ইন হলিউড'।

আরো পড়ুন : 
তেহরানে সম্মানিত 'সুলতান'

কনি সয়েরের জন্ম ১০১২ সালের ২৭ নভেম্বর। তিনি মাত্র ৮ বছর বয়সে অভিনয় শুরু করেন। ১৪০টিরও বেশি চলচ্চিত্র ও টিভি সিরিয়ালে অভিনয় করেন তিনি। সোফিয়া টুকার থেকে ফ্রাঙ্ক সিনাত্রা- সবার সঙ্গেই অভিনয় করেছেন এই গুণী শিল্পী। মৃত্যুর সময়ও তিনি একটি টিভি সিরিয়ালে অভিনয় করছিলেন তিনি।
সূত্র : ডেইলি মেইল, দ্য সান, পিপলস.কম   

 মন্তব্য