kalerkantho


পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে শাকিব-বুবলী

কালের কণ্ঠ অনলাইন   

২১ জানুয়ারি, ২০১৮ ২১:১৫



পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে শাকিব-বুবলী

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা মাতিয়ে এলেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব  খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। এছাড়াও কলকাতার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণাও ছিলেন সেই অনুষ্ঠানে। গতকাল শনিবার শাকিব খানকে ঘিরেই ‘মিউজিক্যাল নাইট’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবন ঘেঁষা হিঙ্গলগঞ্জের ভেটকিয়া একটি প্রত্যন্ত চঞ্চল। যেখানে প্রতিবছরই ঘোড়দৌড় উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাকিব-বুবলী রীতিমতো পশ্চিমবঙ্গের দর্শকদের মাত করেছেন।  জুটি বেঁধে তারা স্টেজ পারফর্ম করেন। এসময় স্থানীভক্তদের হর্ষধ্বনিতে মুখর হয়ে ওঠে ভেটকিয়া এলাকা।

এ আগে গত বৃহস্পতিবার একই রাজ্যের মুর্শিদাবাদ জেলায় আয়োজিত সাংস্কৃতির অনুষ্ঠানে পারফর্ম করেন শাকিব-বুবলী। শনিবারের অনুষ্ঠান শেষ করে শাকিব-বুবলী এখন কলকাতায় রয়েছেন।

রবিবার থেকে সেখানে ‘চিটাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ সিনেমার শুটিং হওয়ার কথা রয়েছে।



মন্তব্য