kalerkantho


পুনমকে টেক্কা দেয়ার চেষ্টা করছেন আরশি খান!

কালের কণ্ঠ অনলাইন   

২১ জানুয়ারি, ২০১৮ ১৮:৫০পুনমকে টেক্কা দেয়ার চেষ্টা করছেন আরশি খান!

নগ্নতার নতুন সংজ্ঞা লিখলেন আরশি খান।  খোলামেলা পোশাক পরে যৌনতার ইঙ্গিতপূর্ণ নাচে পুনম পাণ্ডেকে টেক্কা দিলেন বিগ বস-১১-এর এই প্রতিযোগী। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে আরশি অর্ধনগ্ন নাচের এই ভিডিও।

ভিডিওতে দেখা গেছে আরশি লজারির উপর ব্লেজার পরেছেন। সেই ব্লেজারের বোতাম না লাগানো থাকায় শরীরের অর্ধাংশ উন্মুক্তই ছিল। ধীরে ধীরে খুলে ফেলেন সেই ব্লেজারটিও। তারপর প্রায় খোলা শরীরেই নাচতে থাকলেন তিনি। ভিডিওর পরবর্তী অংশ আরশিকে দেখে গেছে নাইটি পরে। সেখানেও ধীরে ধীরে নাইটি উন্মুক্ত করে নাচতে দেখা গেছে বিগ বসের এই বিতর্কিত প্রতিযোগীকে।

ইতিমধ্যেই বিগ বস-১১-এর প্রতিযোগিতা চলার সময়ই দু'টি প্রাক্ত বয়স্ক ছবিতে অভিনয়ের জন্য তাঁর কাছে প্রস্তাব এসেছিল বলে জানিয়েছিলেন আরশি। তবে খোলামেলা ভাবে আরশি খানের সামনে আসার ঘটনা নতুন নয়। এর আগে, ইডেনে টি২০ বিশ্বকাপে ভারত জিতলে খোলা পিঠে ছবি আপলোড করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাস্তবেও করে দেখিয়েছিলেন।  জিনিউজমন্তব্য