kalerkantho


শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটিতে নিরব

কালের কণ্ঠ অনলাইন   

২১ জানুয়ারি, ২০১৮ ১৮:৩৮শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটিতে নিরব

চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন চিত্রনায়িক নিরব হোসেন। অভিনেতা নানা শাহ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে পদটি শূন্য হয়ে যায়। তার স্থলে এলেন নিরব।

আজ রবিবার বিকেলে শপথ গ্রহণের মধ্য দিয়ে নানা শাহ'র ওই শূন্যপদে স্থলাভিষিক্ত হলেন নিরব।

সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি মিশা সওদাগর নিরবকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে নিরব কালের কণ্ঠকে বলেন, দায়িত্ববোধের জায়গা থেকেই শিল্পী সমিতির সঙ্গে যুক্ত হলাম। ভালো লাগছে।

তিনি বলেন, ইন্ডাস্ট্রির জন্য যা কিছু মঙ্গলজনক সবকিছুর সঙ্গেই থাকব। অভিনয়ের পাশপাশি শিল্পীদের কল্যাণে নিজেকে যুক্ত রাখতে পারছি এটা ভালো লাগার বিষয়।'

নিরবের শপথ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ খান, কার্যনির্বাহী সদস্য ও চিত্রনায়ক সাইমন সাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

গত ৫ মে বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক হন জায়েদ খান।

অতি সম্প্রতি নিরবের মুক্তি পাওয়া ছবি গেইম রিটার্নস ছবিটি তাঁকে নতুন করে আলোচনায় আনে। এরই মাঝে তিনি বুলবুল জিলানীর 'রৌদ্রছায়া' ছবির শুটিং শেষ করলেন।মন্তব্য