kalerkantho


রাধিকার মুখে টিকটিকি!

কালের কণ্ঠ অনলাইন   

২১ জানুয়ারি, ২০১৮ ১৬:৩১রাধিকার মুখে টিকটিকি!

রাধিকা আপ্তে। কখনও হট অ্যান্ড সিজলিং। কখনও বা একেবারে ঘরোয়া। তাঁর ছবি যেমন প্রশংসা পেয়েছে। তেমন সেই ছবি নিয়ে বিতর্কও হয়েছে। তবে এবার রাধিকার যে ছবিটি সামনে এসেছে। তা দেখে তাঁর অনুরাগীরা রীতিমতো চমকে গেছে। কারণ, ছবিতে দেখা যাচ্ছে রাধিকার মুখে টিকটিকি! আর সেই টিকটিকিকে জিভ দেখাচ্ছেন রাধিকা।

স্বাভাবিকভাবেই ছবিটি দেখে অনেকেই নাক কুচকেছেন। ছবিটি রাধিকা নিজেই শেয়ার করেছেন। প্যাডম্যানের শুটিং চলাকালীন ছবিটি তুলেছিলেন রাধিকা। আর সেটা অনুরাগীদের কাছে শেয়ার করে নেন। তিনি লেখেন, এটা ক্যামেরার পিছনের দৃশ্য।

তবে জানা গেছে, টিকটিকিটি নকল। শুটিংয়ে কোনও কাজে সেটিকে আনা হয়েছিল। আর সেই নিয়ে কাজের ফাঁকে মজা করছিলেন রাধিকা। আগামী ৯ তারিখ মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার ও রাধিকা অভিনীত প্যাডম্যান। রাধিকাকে সেখানে অক্ষয়ের স্ত্রীয়ের ভূমিকায় দেখা যাবে।

 মন্তব্য