kalerkantho


মঞ্চে প্রকাশ্যে অশ্লীল শব্দ ব্যবহার করলেন অরিজিৎ

কালের কণ্ঠ অনলাইন   

২১ জানুয়ারি, ২০১৮ ১৪:৪৫মঞ্চে প্রকাশ্যে অশ্লীল শব্দ ব্যবহার করলেন অরিজিৎ

গান গাইছেন অরিজিৎ সিং। মুগ্ধ হয়ে শুনছেন স্টেজের নিচে থাকা অনুরাগীরা। অরিজিতের কনসার্টে এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। তবে এবার লাইভ কনসার্ট চলাকালীন ঘটল বিপত্তি। খারাপ মাইক দেওয়ায় মাঝ কনসার্টে মেজাজ হারালেন অরিজিৎ। অশ্লীল শব্দ উচ্চারণ করলেন প্রকাশ্য মঞ্চে।

যার কারণে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এল মঞ্চে। সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অরিজিৎ তখন রকস্টার ছবির নাদান পারিন্দে গানটি করছেন। কিন্তু, গান করতে করতে হঠাৎ রেগে যান। প্রকাশ অযোগ্য ভাষা ব্যবহার করেন। এরপরই এক কর্মী এসে মাইকটি ঠিক করে দেন। তারপর ছন্দে ফেরেন অরিজিৎ।

এই ঘটনার ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অরিজিতের এই আচরণের সমালোচনা করেছেন অনেকে। আবার অনেকে অবাকও হয়েছেন। শান্ত স্বভাবের অরিজিৎকে এমনভাবে দেখতে চান না বলেও টুইট করেন। অবশ্য তাঁর বেশিরভাগ অনুরাগীরা তাঁকে সমর্থন করছেন।

তবে এই ভিডিও নিয়ে একটিও কথা বলেননি অরিজিৎ।মন্তব্য