kalerkantho


তল্পিতল্পা গুটিয়ে ব্যাংকক থেকে কেন ফিরে আসতে হল সোনাক্ষীকে?

কালের কণ্ঠ অনলাইন   

২০ জানুয়ারি, ২০১৮ ২২:৫৪তল্পিতল্পা গুটিয়ে ব্যাংকক থেকে কেন ফিরে আসতে হল সোনাক্ষীকে?

আউটডোর লোকেশন। ক্যামেরা-লাইট-ক্রিউ সবই ঠিক ছিল। দিব্যি শুটিং চলছিল। বাদ সাধল ‘সেক্স টয়’। হ্যাঁ, ‘সেক্স টয়’ ব্যবহারের অভিযোগেই বন্ধ হয়ে গেল সোনাক্ষী সিনহা ও ডায়ানা পেন্টির ‘হ্যাপি ভাগ জায়েগি রিটার্নস’-এর শুটিং।

২০১৬ সালের আগস্ট মাসে মুক্তি পেয়েছিল পরিচালক মুদস্সর আজিজের ‘হ্যাপি ভাগ জায়েগি’। মুখ্য ভূমিকায় ছিলেন ডায়ানা পেন্টি, অভয় দেওল, জিমি শেরগিল, আলি ফজলরা। বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করেছিল সে ছবি। এরপরই সিক্যুয়েলের পরিকল্পনা হয়। নতুন ছবিতে ডায়ানার সঙ্গে যোগ দেন সোনাক্ষী সিনহাও।

দুই নায়িকাকে নিয়েই থাইল্যান্ডের ব্যাংককে শুটিং চলছিল। একটি গানের দৃশ্যের শুটিং চলাকালীন ‘সেক্স টয়’ ব্যবহার করেছিলেন স্বল্পবসনা মডেলরা। শুটিংয়ের সে দৃশ্য এক স্থানীয় দর্শক নিজের মোবাইলে রেকর্ড করে নেন। আর তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। ভিডিও অচিরেই ভাইরাল হয়ে যায়। এর বিরুদ্ধেই ব্যাংকক পুলিশে অভিযোগ দায়ের হয়।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয় পুলিশ। প্রকাশ্যে অশ্লীলতার দায়ে শুটিং বন্ধ করে দেওয়া হয়। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে নাকি ব্যাংককে শুটিংয়ের নিয়ম লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। অগত্যা তল্পিতল্পা গুটিয়ে ব্যাংকক থেকে ফিরে আসতে হয় ‘হ্যাপি ভাগ জায়েগি রিটার্নস’-এর কলাকুশলীদের।

যদিও এ ঘটনা নিয়ে পরিচালক ও দুই নায়িকার পক্ষ থেকে তেমন কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে জানা গিয়েছে, ঘটনায় বেশ আশাহত গোটা টিম। শুটিংয়ের এই দৃশ্যটি অন্য কোথাও নতুন করে রেকর্ড করার পরিকল্পনা করা হচ্ছে।মন্তব্য