kalerkantho


সালমানের সঙ্গে ক্যাটরিনার ‘ঘনিষ্ঠতা’ নিয়ে যা বললেন লুলিয়া

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জানুয়ারি, ২০১৮ ২১:১২সালমানের সঙ্গে ক্যাটরিনার ‘ঘনিষ্ঠতা’  নিয়ে যা বললেন লুলিয়া

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ফের সালমান খানের কাছাকাছি আসতে শুরু করেছেন ক্যাটরিনা কাইফ। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিংয়ের সময় সেই জল্পনা বাড়ে। শোনা যায়, এবার নাকি ফের ক্যাটরিনার আরো কাছাকাছি আসছেন সালমান খান।

আর তাতেই কি ক্ষেপে গেছেন লুলিয়া ভান্তুর? সম্প্রতি সালমানের রোমানিয়ান গার্লফ্রেন্ডকে এমনই প্রশ্ন করা হয়েছিল। তার উত্তরে ইউলিয়া কি বললেন জানেন?

বলিউডের ‘বেবি ডল’ বলেন, ‘টাইগার জিন্দা হ্যায়’ দুর্দান্ত সিনেমা। ক্যাটরিনা খুব ভালো অভিনয় করেছেন। সংবাদমাধ্যম যা খুশি তাই লিখে দেয়। এসব নিয়ে কিছু বলার নেই। অর্থাৎ ‘টাইগার জিন্দা হ্যায়’ সালমানের সঙ্গে ক্যাটরিনার রিলের সম্পর্ক নিয়ে তিনি কোনো মন্তব্যই করতে চান না বলে স্পষ্ট জানিয়ে দিলেন লুলিয়া।

এর আগে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর একটি পোস্টার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও শেয়ার করেন লুলিয়া। বলিউডের ‘ভাইজান’-এর সঙ্গে ক্যাটরিনার যতই ‘ঘনিষ্ঠতা’ হোক না কেন, তিনি কোনো সময়ই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করবেন না। এমনই ইঙ্গিত দিলেন রোমানিয়ান বিউটি।মন্তব্য