kalerkantho


দ্বিতীয় পোস্টারে পূজার চোখে ভয় আর উৎকণ্ঠা

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জানুয়ারি, ২০১৮ ১১:৫৫দ্বিতীয় পোস্টারে পূজার চোখে ভয় আর উৎকণ্ঠা

জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি পোড়ামন ২ এ নায়ক হিসেবে অভিষিক্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা সিয়াম। সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। এরইমধ্যে ছবিটির ফার্স্ট লুক অর্থাৎ প্রথম পোস্টার প্রকাশ পায়। এবার প্রকাশ পেল দ্বিতীয় পোস্টার।

প্রথম পোস্টারে দেখা যায় অসহায় সিয়াম, তার পাশে চোখে কান্না নিয়ে দাঁড়িয়ে আছেন পূজা চেরি। তাদের ঘিরে অনেক বোরখা পরিহিত নারী উন্মুখ হয়ে সামনের দিকে তাঁকে আছেন। পোস্টারে দেখা যায়, সবাই কোনো কিছু জানতে চেয়ে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ফার্স্ট লুকে অনেক প্রশ্নই তৈরি করেছে পোড়ামন-২।

দ্বিতীয় পোস্টারে ভিন্নতা এসেছে। প্রচণ্ড কৌটুহল ভয় আর উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছেন পূজা চেরি। তাকিয়ে আছেন সিয়ামও। দুজনের গায়ে যে পোশাক তা রহস্যময়। সবুজ রেশমি পোশাক কিসের ইঙ্গিত দিচ্ছে তা এখনই বলা যাচ্ছে না।

২৯ সেপ্টেম্বরে মেহেরপুরে ছবিটির শুটিং শুরু হয়। সেখানেই টানা শুটিং চলেছে। জাজ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ মঙ্গলবার সন্ধ্যায় কালের কণ্ঠকে জানায়, ছবিটির শুটিং অলমোস্ট শেষ। মেহেরপুরেই এখন গানের দৃশ্যায়ন চলছে। কিছুদিন পরেই জানা যাবে ছবিটির মুক্তির সম্ভাব্য তারিখ।

পোড়ামন ২ একটি সিক্যুয়েল ছবি। জাকির হোসেন রাজু পরিচালিত 'পোড়ামন' মুক্তি পেয়েছিল ২০১৩ সালের ১৪ জুন। সাইমন-মাহি অভিনীত ছবিটি ব্যবসাসফল ছিল।মন্তব্য