kalerkantho


লন্ডনের হোটেলে আইরিশ গায়িকা ডলোরসের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জানুয়ারি, ২০১৮ ১৮:৫০লন্ডনের হোটেলে আইরিশ গায়িকা ডলোরসের মৃত্যু

আইরিশ ব্যান্ড 'দা ক্র্যানবেরিজ'-এর প্রধান গায়িকা ডলোরস ও’ রিওরডন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। লন্ডনে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর কারণ সঠিক কিছু জানা যায়নি বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।

জানা গেছে, ছোটো একটা রেকর্ডিয়ের কাজে লন্ডনে গিয়েছিলেন ডলোরস। সেখানের হোটেল ইন লন্ডনস পার্ক লেন- এ তাঁর হঠাৎই মৃত্যু হয়।

হোটেল ইন লন্ডনস পার্ক লেন-এর মুখপাত্র বলেন, আমরা অত্যন্ত দু;খের সাথে জানাচ্ছি যে ডলোরস আমাদের হোটেলেই ১৫ জানুয়ারি মারা যান। আমরা তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।'

নব্বইয়ের দশকের মাঝামাঝি সারা বিশ্বে খ্যাত হয় এই ব্যান্ড। লিঙ্গার, জম্বি বা ড্রিমসের মতো বেশকিছু গানই খ্যাতি এনে দিয়েছিল 'দা ক্র্যানবেরিজ'-কে। আর প্রায় ১৩ বছর এই ব্যান্ডের প্রধান গায়িকা ছিলেন ডলোরস।

ডুরান ডুরানের প্রাক্তন ট্যুর ম্যানেজার ডন বারটনকে ১৯৯৪ সালে বিয়ে করেন ডলোরাস। তাঁদের তিনটি সন্তান আছে। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়।মন্তব্য