kalerkantho


ভারতে মিক জ্যাগার

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জানুয়ারি, ২০১৮ ১২:৫৮ভারতে মিক জ্যাগার

ব্রিটিশ গায়ক, গীতিকার, যন্ত্রশিল্পী, সংগীত পরিচালক ও অভিনেতা মিক জ্যাগার সম্প্রতি ভারতে এসেছেন। গত রবিবার তাঁর নিজস্ব ট্যুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন এই ব্রিটিশ রক ব্যান্ড দ্য রোলিং স্টোনস তারকা।

ছবিতে তাঁকে দেখা যায় একটি চমৎকার ব্লেজার পরিহিত অবস্থায়। সঙ্গে মানানসই শার্ট-প্যান্ট। বর্তমানে তিনি রাজস্থানের যোধপুরে উমেদ ভবন প্যালেসে অবস্থান করছেন। সেখান থেকেই এই ট্যুইটটি করেন তিনি।

আরো পড়ুন : সর্বকালের সেরা অভিনেতা টম হ্যাঙ্কস!

ট্যুইটে দেওয়া ছবির ক্যাপশনে তিনি লেখেন, ভারতের স্পন্দনশীল দৃশ্য আর শব্দের মাঝে ডুবে আছি।

তবে এই জীবিত কিংবদন্তি কেন বা কী উদ্দেশ্যে ভারত এসেছেন তা জানা যায়নি।
সূত্র : আইএএনএসমন্তব্য