kalerkantho


সালমানের জীবনে কে এই সুন্দরী নারী?

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জানুয়ারি, ২০১৮ ০৩:১১সালমানের জীবনে কে এই সুন্দরী নারী?

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের জীবনে কম নারী আসেননি। একের পর এক নতুন নতুন নারী এসেছেন, আবার চলেও গেছেন। নারীদের এ আসা যাওয়ার ঘটনাগুলো বলিউড সুপারস্টার সালমান খানের জীবনে ঘটে চলেছে নিয়মিত। বলিউডের ভেতর-বাহির মিলিয়ে এ পর্যন্ত একাধিক নারীর সঙ্গে সখ্য গড়ে উঠে সালমানের।

বলিউড পাড়ায় শোনা যাচ্ছে, নিজের প্রোডাকশন হাউজে ওয়ালুসচাকে সামিল করে নিয়েছেন সালমান খান। শুধু তাই নয়, সালমানের ব্যান্দ্রার বাড়ির পাশেই থাকতে শুরু করেছেন মার্ক রবিনসন-এর প্রাক্তন স্ত্রী। সেই সূত্রে খান পরিবারের পাশাপাশি সালমানের সঙ্গেও সখ্যতা বাড়তে শুরু করেছে ওই সুন্দরীর।

এর আগে শাহরুখ খানের ‘ফ্যান’-এ দেখা যায় ওয়ালুসচাকে। বি টাউনে এখনো তেমন করে কোনো বড় ব্রেক পাননি ওই ওয়ালুসচা। আর সেই কারণেই নাকি এবার সালমানের ‘দাবাং থ্রি’-তে দেখা যেতে পারে ওই বিদেশিনীকে। যদিও সালমান খান কিংবা আরবাজ খান কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

এর আগে এলি আব্রাম, সানা খান, ডেইজি শাহ, ক্যাটরিনা কাইফদের বলিউডের কেরিয়ার গড়ে দিয়েছেন সালমান, এবার কি তাহলে ওয়ালুসচার পালা?মন্তব্য