kalerkantho


বিয়ে করবে কি করবে না? সোহমকে শুভশ্রী

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জানুয়ারি, ২০১৮ ২১:৩৯বিয়ে করবে কি করবে না? সোহমকে শুভশ্রী

বিয়ে করার জন্য সেজেগুজে তৈরি কনে। কিন্তু বর কই? আরে এই বর নিয়েই তো যতো সংশয়! আদতে কার সঙ্গে যে বিয়ে হতে চলেছে তা নিজেই জানেন না নতুন কনে!

অগত্যা, বিয়ের অনুষ্ঠানের মাঝেই বরকে তৈরি না হয়ে ঘুরতে দেখে বিয়ের জন্য জোরাজুরি শুরু করলেন। অথচ বরের তো কোনও ভ্রুক্ষেপই নেই।  শেষপর্যন্ত কিনা বাড়ি নিরাপত্তারক্ষীর সঙ্গেই কি বিয়ে করে পালাবেন কনে অভিনেত্রী শুভশ্রী!

আর এসব কাণ্ডকারখানা ঘটছিল শুভশ্রী ও সোহমের 'হানিমুন' ছবির শ্যুটিংয়ে। সেখান থেকে ফেসবুক লাইফে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী।  আলাপ করালেন শ্যুটিং সেটের সবার সঙ্গে। কিন্তু শুভশ্রীর বিয়েটা ঠিক কার সঙ্গে হবে তা জানতে হলে অপেক্ষা করতে হবে সোহম শুভশ্রীর 'হানিমুন' ছবির মুক্তি পর্যন্ত।

তবে লাইভে দর্শকদের সামনে সোহমকে যেভাবে বললেন 'বিয়ে করবে কি করবে না বলো?' সেটা বেশ উপভোগ্যই ছিল। দর্শকেরাও শুভশ্রীর সেই লাইভ উপভোগ করেছেন।  মন্তব্য