kalerkantho


মেয়েকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন সালমা

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জানুয়ারি, ২০১৮ ১৭:২৭মেয়েকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন সালমা

ক্লোজ আপ খ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার আজ জন্মদিন। জনপ্রিয় এই কণ্ঠশিল্পী প্রথম প্রহর থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন। ভক্ত শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানিয়েই যাচ্ছেন।

প্রথম প্রহরে মেয়ে স্নেহাকে নিয়ে নিজের জন্মদিনের কেক কাটেন সালমা। সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজস্ব আইডিতে জন্মক্ষণের বেশ কয়েকটি মুহূর্ত শেয়ার করেন। যেখানে দেখা যায় মেয়ে স্নেহা কেক কাটছেন। পরে সেই মেয়ের মুখে তুলে দিচ্ছেন সালমা।

সালমা ছবিগুলোর ক্যাপশনে লিখেন, 'আমার স্নেহা মনি আমার মা, আমার জন্মদিন সে পালন করলো, মায়ের মতো করে। আমার মেয়েটা কত্ত বড় হয়ে গেল।'

ছবিগুলোর নিচে অজস্র শুভেচ্ছাবাণী এসেছে। একই সাথে মা ও মেয়ের জন্য শুভ কামনা জানিয়েও নানা স্তুতিমূলক মন্তব্য পোস্ট করেছেন ভক্তরা।

মৌসুমী আক্তার সালমা কুষ্টিয়ার মেয়ে। ২০০৬ সালে ক্লোজ আপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ নামের জনপ্রিয় রিয়েলিটি শো-এর চ্যাম্পিয়ন হন। এর পর শুরু হয় সঙ্গীত ক্যারিয়ার। বদলে যায় সালমার জীবন যাপন। মন্তব্য