kalerkantho


যৌন হয়রানিতে অভিযুক্ত গোল্ডেন গ্লোব জয়ী অভিনেতা আজিজ

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জানুয়ারি, ২০১৮ ১০:১৩যৌন হয়রানিতে অভিযুক্ত গোল্ডেন গ্লোব জয়ী অভিনেতা আজিজ

আজিজ আনসারি

প্রথম ভারতীয় বংশোদ্ভূত ও এশিয়ান অভিনেতা হিসেবে আজিজ আনসারি কিছুদিন আগে ৭৫তম গোল্ডেন গ্লোব জয়ী হয়েছেন। আর এবার তিনি হলেন যৌন হয়রানিতে অভিযুক্ত। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের ২৩ বছর বয়সী এক নারী ফটোগ্রাফার।

অভিযোগকারী ওই তরুণী নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা একটি ওয়েবসাইটে প্রকাশ করেছেন। সেখানে আজিজের বিরুদ্ধে যৌন হয়রানি ঘটনার বর্ণনাও তুলে ধরেন তিনি।

তরুণী লিখেছেন, গত বছর একটি পার্টিতে আজিজের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তখন ফোন নম্বরও আদান-প্রদান হয়েছিল। পরে দু'জনে দেখা করেন। জনপ্রিয় তারকার সঙ্গে দেখা করতে যাবেন বলে বেশ উৎসাহী ছিলেন তিনি। কীভাবে সময়টা কাটাবেন তা নিয়ে অনেক প্ল্যানও করেছিলেন। কিন্তু সেই সাক্ষাৎ যে এমন ভয়ংকর হয়ে উঠবে, তা স্বপ্নেও ভাবেননি ওই নারী ফটোগ্রাফার।

তরুণী জানান, আজিজকে তাড়াহুড়া করতে বারণ করলেও তিনি শোনেননি। আজিজের জোর জবরদস্তি তার পছন্দ হচ্ছিল না সেটাও তিনি জানান। কিন্তু আজিজ তখন সেসব শোনার মুডে ছিলেন না। সেটি তার জীবনের সবচেয়ে খারাপ রাত ছিল। সূত্র: পিপল.কমমন্তব্য