kalerkantho


বলিউডের যে ১০ নতুন জুটি চলতি বছর মাতাবে

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জানুয়ারি, ২০১৮ ২১:৩২বলিউডের যে ১০ নতুন জুটি চলতি বছর মাতাবে

চলতি বছরে অন্তত ১০টি সিনেমায় প্রথমবারের মতো জুটি বাধতে দেখা যাবে নতুন ও পুরোনো অভিনেতা-অভিনেত্রীদের। আসুন জেনে নেওয়া যাক কারা এই নতুন জুটি এবং কোন কোন সিনেমায় তাদের দেখা যাবে।

১. মেঘনা গুলজারের ‘রাজি’ ছবিতে দেখা যাবে নতুন জুটি আলিয়া ভাট এবং ভিকি কুশলকে।

২. শ্রীদেবি কন্যা জাহ্নবী কাপুর এবং ঈশান খট্টরকে দেখা যাবে শশাঙ্ক খৈতানের ‘ধড়ক’ ছবিতে।

৩. আহমেদ খানের ‘বাগি টু’ ছবিতে বলিউডের নতুন সেনসেশন দিশা পাটানির সঙ্গে জুটিতে দেখা যাবে টাইগার শ্রফকে।

৪. পরিচালক আর বালকির বহু প্রতীক্ষিত ছবি ‘প্যাডম্যান’-এ রাধিকা আপ্তের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন অক্ষয় কুমার।

৫. অতুল মঞ্জরেকরের নতুন ছবি ‘ফেনি খান’-এ রাজকুমার রাওয়ের সঙ্গে জুটিতে দেখা যাবে ঐশ্বরিয়া রায়কে।

৬. বলিউড ডিভা শ্রদ্ধা কাপুরের সঙ্গে পরিচালক সুজিতের ‘শাহো’ ছবিতে স্ক্রিন শেয়ার করবেন ‘বাহুবলী’ খ্যাত প্রভাস।

৭. রিমা কাগতির ‘গোল্ড’ ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার এবং মৌনি রায়।

৮. নতুন জুটি সুশান্ত সিং রাজপুত এবং সারা আলি খানকে দেখা যাবে অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ ছবিতে।

৯. শরত কাটারিয়ার ‘সুই ধাগা-মেড ইন ইন্ডিয়া’ ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বরুণ ধাওয়ান এবং আনুশকা শার্মাকে।

১০. সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবত’-এ দেখা যাবে নতুন জুটি শাহিদ-দীপিকাকে।মন্তব্য