kalerkantho


বাই সাইকেল প্রেম ২

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জানুয়ারি, ২০১৮ ১৭:১০বাই সাইকেল প্রেম ২

দীপ্ত টিভিতে শুরু হতে যাওয়া দীপ্ত কমেডি ফেস্টের ‘বাই সাইকেল প্রেম ২’ প্রচারিত হচ্ছে ১৩ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সন্ধ্যা ৬ টায় এবং রাত ৯ টা ৩০ মিনিটে।

বাই সাইকেল চালানোই ওদের নেশা। এলাকায় বন্ধুদের নিয়ে গড়ে তোলা সাইকেলিং টিম নিয়েই যতসব কাণ্ডকারখানা ঘটে। এই রেশারেশি তো আবার প্রেম ভালোবাসা। কখনো বা দ্বন্দ্বে জড়িয়ে যায় অন্য গ্রুপের সাথে। পাগলাটে একদল তরুণের উদ্ভট আর মজার কাণ্ডকারখানা নিয়েই তৈরি হয়েছিলো নাটক বাই সাইকেল প্রেম। দর্শক জনপ্রিয়তা পেয়েছে বছর ঘুরতে না ঘুরতেই নির্মিত হচ্ছে এর সিক্যুয়াল নাটক ‘ বাই সাইকেল প্রেম ২।"

নাটকটি রচনা করেছেন আবদুল্লাহ মাহফুজ অভি ও পরিচালনা করেছেন বিশ্বজিৎ দত্ত ও প্রীতি দত্ত এবং অভিনয় আছেন তানিফ মৃধা, সাবিলা নূর, জাকি আহমেদ জারিফ, তাহসিফ মাহমুদ, এফএস নাঈম, প্রিয়া বিপাশা, রিফাত চৌধুরী সহ আরও অনেকে।

 মন্তব্য