kalerkantho


'ডাক্তার আগরওয়ালই আমার নায়ক'

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জানুয়ারি, ২০১৮ ১৬:৪২'ডাক্তার আগরওয়ালই আমার নায়ক'

সানি লিওন

'গতকাল খাবারে ভয়াবহ বিষক্রিয়ার পর আমি ফের নিজের শক্তি ফিরে পেয়েছি। ডাক্তার আগরওয়ালই আজ আমার নায়ক।'

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সাবেক পর্ন স্টার ও বলিউড তারকা সানি লিওন এমন কথা লিখেছেন। ফুড পয়জনিংয়ে তিনি যে কাহিল হয়েছিলেন সেটাও জানান এই তারকা। অবশ্য ডাক্তার আগরওয়াল আসলে কে তার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ভিডিওতে একটি বড় টায়ার তুলে ফিটনেসের অনুশীলন করতে দেখা যায় তাকে। সানি লিওনের ভিডিও বলে কথা, তাই অনলাইনে ভাইরাল হতে সময় লাগেনি।

উল্লেখ্য, আরবাজ খানের সঙ্গে ‘তেরা ইন্তেজার’ ছবি করার পর বেশ কিছুদিন ধরেই লাইমলাইটে নেই সানি লিওন। অবশ্য এই ভিডিও প্রকাশের পর থেকে নতুন করে আলোচনায় এসেছেন সানি।মন্তব্য