kalerkantho


ভরপুর রোমান্সে আমির-ক্যাট

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জানুয়ারি, ২০১৮ ১৫:৩৬ভরপুর রোমান্সে আমির-ক্যাট

বিজয় কৃষ্ণ আচার্য্যের ‘ধুম ৩’ সিমেনায় বলিউড সুপারস্টার আমির খান ও ক্যাটরিনা কাইফের রসায়ন উপভোগ করেছিলেন দর্শক। সেই রকমই রসায়ন নিয়ে এবার এই জুটি ফিরছে ‘ঠগ অব হিন্দুস্তান’ সিনেমায়।

‘কামলি’ শিরোনামে গানে রোমান্সের ছড়াছড়ি দেখা যাবে আমির-ক্যাটের। এই দুই তারকা ভারতীয় কোরিওগ্রাফার প্রভুদেবার সঙ্গে পোজ দিয়ে সেটাই জানান দিয়েছেন। ছবিটি ক্যাটরিনা কাইফ তার ইনস্টাগ্রামে পোস্ট করার পরপরই ছড়িয়ে পড়ে অনলাইন দুনিয়ায়। ছবিতে আবেদনময়ী চোখে-মুখে আমিরকে জড়িয়ে আছেন ক্যাটরিনা। যা দু'জনের মধ্যে ভরপর রোমান্সই ফুটে উঠেছে।

আরো পড়ুন... থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত ফুয়াদ

বর্তমানে সিনেমাটির শুটিং হচ্ছে মুম্বাইয়ে ওয়াইআরএফ স্টুডিওতে। সেখান থেকে রোমান্সে ভরা এই ছবিটি ক্যামেরাবন্দি করা হয়েছে। সিনেমায় অন্যদের মধ্যে অভিনয় করবেন অমিতাভ বচ্চন ও ফাতিমা সানা।

‘ঠগ অব হিন্দুস্তান’ সিনেমাটি দর্শকদের জন্য বহুল প্রতীক্ষার। কারণ এতে বলিউডের বড় দুই তারকা অমিতাভ বচ্চন ও আমির খানকে দেখা যাবে। সূত্র: ডেকান ক্রোনিকল

থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত ফুয়াদ

 মন্তব্য