kalerkantho


ফের একসঙ্গে বড়পর্দায় শাহরুখ-রানি-কাজল

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জানুয়ারি, ২০১৮ ০২:০৩



ফের একসঙ্গে বড়পর্দায় শাহরুখ-রানি-কাজল

ফের একসঙ্গে বড়পর্দায় আসছেন শাহরুখ-কাজল-রানি। ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল 'কুছ কুছ হোতা হ্যায়'। এবার ২০ বছর পর বড় পর্দায় আবারও একই ছবিতে দেখা যাবে শাহরুখ, কাজল ও রানিকে।  

আনন্দ এল রাইয়ের 'জিরো' ছবিতে বামনের চরিত্রে অভিনয় করছেন বলিউড বাদশা শাহরুখ খান। ওই ছবিতেই অতিথি শিল্পী হয়ে হাজির হবেন কাজল ও রানি। করণ জোহরের 'কভি আলবিদা না ক্যাহনা' ছবিতেও কয়েক সেকেন্ডের জন্য ছিলেন কাজল।

গত ১৯ বছর আগে 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে শাহরুখ-রানি-কাজলকে পছন্দ করেছিলেন ভক্তরা। শুধু  ভক্তরাই নন, বরং নস্ট্যালজিয়ায় আক্রান্ত নায়ক-নায়িকারা। বলছেন, 'এটা কুছ কুছ হোতা হ্যায় টু।' ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি। ১৯৯৮ সালের ১৬ অক্টোবর মুক্তি পেয়েছিল 'কুছ কুছ হোতা হ্যায়'।

'জিরো' ছবিতে রানি, কাজল ছাড়াও দেখা যাবে কারিশ্মা কাপুর, শ্রীদেবী ও আলিয়া ভাটকে। এ ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।



মন্তব্য