kalerkantho


শরীরী প্রেম নিয়ে যা বললেন সাইফ আলি

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জানুয়ারি, ২০১৮ ১৩:৪৮শরীরী প্রেম নিয়ে যা বললেন সাইফ আলি

সাফই আলি খান

পাশ্চাত্যের আদলে বড় হয়েছেন বলিউড অভিনেতা সাফই আলি খান। এখন সংসার করছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে। এই ঘরে আছে শিশু পুত্র তৈমুর আলি খান।

সম্প্রতি নিজের জীবনের শরীরী প্রেম ও ভালোবাসা নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাইফ আলি বলেন, শারীরিক চাহিদা ভালোবাসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভালোবাসা না থাকা সত্ত্বেও বহু বার সম্পর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু মিথ্যে অনুভূতির কথা বলে কখনও কোনো মেয়েকে ঠকাননি। গভীর সম্পর্কে জড়ানোর আগে নিজের মনের সত্য কথা মেয়েদের জানিয়ে দিতেন তিনি। তবে ভালো না বাসলেও প্রত্যেক নারীকেই সন্মান করতেন। 

আরো পড়ুন..  ৫ বছর পর জুটি বাঁধছেন পরিণীতি-অর্জুন

দৈহিক সম্পর্ক ভালোবাসার মতই প্রয়োজনীয় বলেও মনে করেন এই তারকা। জীবনের অনেক বাঁকে বহু নারীর সঙ্গ লাভ করেছেন তিনি। কোনো নারীকে বিছানায় পাওয়ার জন্য কখনো মিথ্যে ভালোবাসার কথা বলেননি বলে জানিয়েছেন সাইফ।

আরো পড়ুন..  এবার সানি লিওনের আদলে আসছেন মালকোভা

তিনি জানান, স্ত্রী কারিনার প্রতি রয়েছে তার অপরিমেয় ভালোবাসা। তাই এখন কোনো নারীর কাছ থেকে প্রেমের প্রস্তাব আসলে তাকে অকপটে বলে দেন, ভুল নাম্বারে ডায়াল করেছেন। পিঙ্কভিলা.কম অবলম্বনে

এবার সানি লিওনের আদলে আসছেন মালকোভা

 মন্তব্য