kalerkantho


রণবীরের সঙ্গে কে এই মেয়ে?

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৮ ২১:৪৭রণবীরের সঙ্গে কে এই মেয়ে?

রণবীর কাপুর ও সামারা

ছবির নেপথ্য কাহিনী না শুনে কেউ যদি শুধু ছবি দেখেন তবে গোলমাল পাকাতে পারে। প্রশ্নও জাগতে পারে- রণবীর কাপুরের সঙ্গে কে এই মেয়ে?

এবার চলুন আসল কাহিনী শুনে প্রশ্নের উত্তর খুঁজি। সম্প্রতি বাবা ঋষি কাপুর, মা নীতু সিং এবং বোন রিদ্ধিমা কাপুরকে নিয়ে ডিনারে গিয়েছিলেন রণবীর কাপুর। সঙ্গে ছিল রিদ্ধিমার ছয় বছরের মেয়ে সামারা।

রেস্তোরাঁয় রণবীর ভাগ্নী সামারার সঙ্গে ছবি তুলেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন নীতু সিং। পরে সেই ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

ছবিতে ভাগ্নী সামারার সঙ্গে মামা রণবীরের বেশ ভাব লক্ষ্য করা যায়। ছোট্ট সামারা রণবীরের কাছে কতটা আদরের তা ছবি দেখলেই অনুমান করা যায়।

অবশ্য এটাই প্রথম নয়, এর আগেও ভাগ্নী সামারার সঙ্গে মামা রণবীরের বেশকিছু ছবি ভাইরাল হয়েছে। শুধু সামারাই নয়, বোন রিদ্ধিমার সঙ্গেও খুনসুটির সম্পর্ক রণবীর কাপুরের।মন্তব্য