kalerkantho


বিশেষ দৃশ্যে শাহরুখ-কাজল

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৮ ১৫:৪৬বিশেষ দৃশ্যে শাহরুখ-কাজল

কাজল ও শাহরুখ

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির মাধ্যমে কালজয়ী জুটিতে পরিনত হয়েছেন বলিউডের বিখ্যাত তারকা শাহরুখ ও কাজল। সর্বশেষ এই জুটিকে ২০১৫ সালে দেখা যায় ‘দিলওয়ালি’ ছবিতে। তরুণ-তরুণীর প্রেম-ভালোবাসা আর ছোট-ছোট দুঃখ কথা প্রকাশে এই জুটির তুলনা মেলা ভার।

চলতি বছরে বেশ কয়েক জন তারকা নিয়ে নির্মাতা আনন্দ এল রাই শুটিং করছেন ‘জিরো’ সিনেমার। এ ছবিতে প্রধান দু’টি নারী চরিত্রে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। এতে বিশেষ দৃশ্যে দেখা যাবে শাহরুখ-কাজলকে। পাশাপাশি রানি মুখার্জিকেও দেখা যাবে বিশেষ দৃশ্যে অভিনয় করতে।

শাহরুখের সঙ্গে বিশেষ দৃশ্যে অভিনয়ের বিষয়ে কাজল এক সাক্ষাৎকারে পিটিআইকে বলেন, আসলে আমরা আধা ঘণ্টা শর্ট দিয়েছি। সেটা ছিল দারুণ। তার (শাহরুখ) সঙ্গে কাজ করা সব সময় কল্পনার মতো মনে হয়। সে সত্যিই মজার মানুষ। কারণ সে যা করে, তাতে সে তিনশ' পার্সেন্ট সম্পৃক্ত হয়ে করে।

শাহরুখের সঙ্গে কাজ করা ভীষণ মজার। কারণ সে দুর্দান্ত অভিনেতা। তার সঙ্গে কাজ করার সময় অভিনয়টা প্রকৃতিগতভাবে চলে আসে বলেও জানান বলিউড অভিনেত্রী কাজল।মন্তব্য