kalerkantho


আতংক’র পরে ঢাকা ছাড়ছেন ফারিয়া!

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৮ ১৫:০০ আতংক’র পরে ঢাকা ছাড়ছেন ফারিয়া!

ফারিয়ার বাকরখানি প্রেম হয়েছিল এক বছর আগে। ভালোই ছিল। হঠাত ব্রেক আপ হয়- নাহ, ব্যাক্তি জীবনে নয়। নাটকে অভিনয় এতদিন করেননি ফারিয়া। কারণ ছিল একটায়, পড়ালেখা।

মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিং-এ লেখাপড়া করছেন ফারিয়া শাহরিন। কাজেই তার পক্ষে একটানা অভিনয় জীবন চালিয়ে যাওয়া সম্ভব নয় আপাতত। তার ইচ্ছে, ছুটিতে দেশে ফিরলে শুধুমাত্র ভালো কোনো স্ক্রিপ্ট পেলেই ২/৩ টা নাটকে অভিনয় করবেন।

তবে নভেম্বরে দেশে ফিরে ফারিয়া উপস্থাপনায় নিয়মিত হলেও অভিনয় শুরু করেননি। আবার এও জানা গেছে, তিনি জানুয়ারিতেই নতুন একটি নাটকের অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে ফিরছেন।

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, আগামী ২১ ও ২২ জানুয়ারি একটি খণ্ড কাজ করব ঢাকায়। নাটকের নাম- আতংক।  নন্দিত লেখক অনুরূপ আইচের রচনায় এই নাটকটি পরিচালনা করছেন কাজী সাইফ আহমেদ।

উল্লেখ্য, অনেক আগে লাক্স সুন্দরী খেতাব জিতে ফারিয়া শাহরিন দীর্ঘদিন ধরে মডেলিং, উপস্থাপনা, টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন সুনামের সাথে। ‘আতংক’ নাটকে অভিনয় করে জানুয়ারির শেষে তিনি পড়ালেখার জন্যে আবারো মালেয়শিয়া ফিরবেন বলেও জানান। আতংক নাটকটি প্রচার হবে একটি বেসরকারি চ্যানেলে।মন্তব্য