kalerkantho


উপহার ছিল 'চুম্বন'

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৮ ০৮:৪৬উপহার ছিল 'চুম্বন'

বিপাশা বসুকে সিনেমায় দেখা যায়নি বছর দুয়েক হলো। সংসার সামলে ব্যবসা নিয়ে ব্যস্ত তিনি। কিন্তু, তা বলে জনপ্রিয়তায় একেবারে ভাঁটা পড়েনি। কয়েকদিন আগে নিজের জন্মদিন পালন করে তেমনটাই বুঝিয়ে দিয়েছেন বিপাশা। কারণ, এবার তিনি আর করণ খবরে এসেছেন চুমু খেয়ে। হ্যাঁ, এবার বিপাশাকে প্রকাশ্যেই চুমু খেলেন করণ।

গত মাসের ৭ তারিখে বড় করে পালন করা হয় বিপাশার জন্মদিন। সংবাদমাধ্যম থেকে শুরু করে ঘনিষ্ঠ বন্ধু সকলেই আমন্ত্রিত ছিল সেখানে। সকলের সামনে কেক কাটেন তিনি। আর জন্মদিনে করণ তাঁকে উপহার হিসেবে দেন চুম্বন।

তবে এই প্রথম নয়। এর আগে বিপাশা ও করণের চুম্বনের ছবি ভাইরাল হয়েছিল। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বিপাশা। সেখানে দেখা যাচ্ছে, করণ গ্রোভার ও বিপাশা একে অপরকে চুমু খাচ্ছেন।

ঘুরতে যাওয়া, খাওয়াদাওয়া, যোগাসন বা বিশেষ মহূর্তের ছবি ফ্যানদের সঙ্গে শেয়ার করেছিলেন। সেই সময় তাঁদের চুমু খাওয়ার ছবিটিও পোস্ট করেছিলেন তিনি।মন্তব্য