kalerkantho


শাহরুখে 'মুগ্ধ' কাজল?

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৮ ০৫:১৮শাহরুখে 'মুগ্ধ' কাজল?

বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে 'দিলওয়ালে' ছবিতে শেষ দেখা গিয়েছিল কাজলকে। এরপর থেকে এখনো পর্যন্ত শাহরুখের সঙ্গে আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি কাজলকে। অবশেষে শাহরুখ খানের আগামী সিনেমা 'জিরো'-তে দেখা যাবে কাজলকে।

জানা গেছে, ‌'জিরো'-তে যখন আনুশকা ও ক্যাটরিনা কাইফকে দেখা যাবে শাহরুখের বিপরীতে, সেখানে রানি মুখোপাধ্যায় এবং কাজলকেও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে।

এ ছাড়া শাহরুখের সঙ্গে কাজ করা মানে, খুব সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হওয়া বলে মনে করেন কাজল। এত বছর ধরে যেভাবে এক নাগাড়ে বলিউডে কাজ করে যাচ্ছেন শাহরুখ খান, তা প্রশংসার যোগ্য বলেও মন্তব্য করেন কাজল।মন্তব্য