kalerkantho


লগান অভিনেতা শ্রীবল্লভ ব্যাস মারা গেছেন

কালের কণ্ঠ অনলাইন   

৮ জানুয়ারি, ২০১৮ ১৭:১৯লগান অভিনেতা শ্রীবল্লভ ব্যাস মারা গেছেন

ভারতীয় অভিনেতা শ্রীবল্লভ ব্যাস মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০। রবিবার রাজস্থানের জয়পুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘ ১০ বছর শয্যাশায়ী ছিলেন।

অভিনেতা দয়াশংকর পাণ্ডে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ব্যাস আর আমাদের মধ্যে নেই। উনি একজন ভালো অভিনেতা ছিল। আমরা সকলেই ওর অভাব অনুভব করব।

জানা গেছে, গতকাল সকালেই মারা যান শ্রীবল্লভ ব্যাস। রাত সাড়ে ৯টার দিকে শেষকৃত্য সম্পন্ন হয়।

২০০৮ সালে গুজরাটে এক ছবির শুটিং চলাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর থেকে প্যারালাইজড হয়ে ১০ বছর শয্যাশায়ী ছিলেন। আর্থিক অবস্থাও ভালো ছিল না অভিনেতার।

জানা গেছে, তাঁর স্ত্রী শোভা দা সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের কাছে শ্রীবল্লভের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যও চেয়েছিলেন। তবে সেখান থেকে সাহায্য পাননি বলে অভিযোগ করেছিলেন তিনি। পরে আমির খান, মনোজ বাজপেয়ীসহ অনেকে শ্রীবল্লভের পরিবারকে সাহায্য করেন।

আমির খান অভিনীত সরফারোশ, লাগান-এর মতো ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন শ্রীবল্লভ। বলিউড ছবির পাশাপাশি তিনি একাধিক আঞ্চলিক ছবি করেছেন। বেশকিছু নাটকেও কাজ করেছিলেন।মন্তব্য