kalerkantho


তাহসানের নতুন গান 'চাই না আমি'

কালের কণ্ঠ অনলাইন   

৭ জানুয়ারি, ২০১৮ ২১:৪৪তাহসানের নতুন গান 'চাই না আমি'

বছরের শুরুতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসানের নতুন গান প্রকাশ পেয়েছে। 'চাই না আমি' নামের গানটির কথা লিখেছেন আরিফ মজুমদার।  চাই না আমি জোছনা প্রহর মধুর, তোর পাশে ভালো লাগে রোদ্দুর, চাই না আমি ঢেউ ভাঙা সমুদ্দুর, তোর চোখেতে খুঁজে বেড়াই স্বপ্নপুর, ও চাই না...

এমন কথায় গানটির সুর ও সংগীত করেছেন শাকের রাযা। গানটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান মাই সাউন্ড।  পাশাপাশি জিপি মিউজিকেও গানটি পাওয়া যাচ্ছে। খুব শিগগির গানটির মিউজিক ভিডিও মাই সাউন্ড'র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা গেছে।মন্তব্য