kalerkantho


জন্মদিনে স্বামীর সঙ্গে যা করলেন বিপাশা

কালের কণ্ঠ অনলাইন   

৭ জানুয়ারি, ২০১৮ ১৪:৫৫জন্মদিনে স্বামীর সঙ্গে যা করলেন বিপাশা

২০০১ সালে বলিউড সিনেমায় অভিষেক হয় বিপাশা বসুর। দেখতে-দেখতে বলিউডের রূপালি জগতের ১৭ বছর এবং বাস্তব জীবনের ৩৮ বসন্ত কেটে গেল তার।
 
৭ জানুয়ারি এই তারকার জন্মদিন। বিশেষ এই দিনটা নিজের পছন্দ মতোই কাটালেন এই বাঙালি নায়িকা। ভাত আর পরিবারের সঙ্গে সময় কাটানোতেই তার যত আনন্দ।

প্রেমের টানাপোড়েন কাটিয়ে গত বছর করণ সিং গ্রোভারকে বিয়ে করেন বিপাশা বসু। সেই স্বামীর সঙ্গে খুনসুটিতে মেতে এবারের জন্মদিনটা উদযাপন করলেন তিনি। মোমবাতি নিভিয়ে কাটলেন কেক। সঙ্গে আছে ভাতা-বিরিয়ানি। একদম ঘরোয়া এ আয়োজনে কোনো তারকার দেখা না মিললেও স্বামীর সঙ্গে কাটানো মুহূর্ত স্ত্রীর জন্য আনন্দ ঘনই বটে।

সম্প্রতি এক কন্ডোম উৎপাদক কোম্পানির বিজ্ঞাপন করে ফের আলোচনায় ফিরেছেন এই অভিনেত্রী। আর এতে বুঝিয়ে দিয়েছেন বিপাশ ছিলেন, এখনো আছেন।

বিপাশা বসু মডেল তারকা হিসেবে ১৯৯৬ সালে ফোর্ড'স গোদ্‌রেজ সিন্থল সুপারমডেল প্রতিযোগিতায় বিজয়ী হন। তিনি ১৯৭৯ সালের ৭ জানুয়ারি নয়াদিল্লিতে বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার এক বোনের নাম বিজয়েতা। সূত্র: জি-নিউজ।মন্তব্য