kalerkantho


এবার 'হাউজফুল ৪', থাকবেন পরিণীতি, দিশা ও কিয়ারা

কালের কণ্ঠ অনলাইন   

৭ জানুয়ারি, ২০১৮ ১০:১৩এবার 'হাউজফুল ৪', থাকবেন পরিণীতি, দিশা ও কিয়ারা

বলিউডে আলোচিত সিনেমা সিরিজ 'হাউজফুল'। ২০১৬ সালে 'হাউজফুল ৩'  সর্বশেষ মুক্তি পায়। কমেডি-নির্ভর এই সিনেমা সিরিজ দর্শক হৃদয়ে ভালো লাগার রেশ রয়েই গেছে। তাদের আগ্রহ ও চাহিদার কথা বিবেচনা করে এবার আসছে 'হাউজফুল ৪'।

এতে প্রধান তিনটি নারী চরিত্রে অভিনয় করবেন পরিণীতি চোপড়া, দিশা পাটানি ও কায়ারা আদভানি। পরিণীতির বিপরীতে দেখা যাবে অক্ষয় কুমারকে।

ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র এ খবর নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে তা এখনো জানানো হয়নি।

'হাউজফুল ৩'-এর মতো সাজিদ ফরহাদের লেখায় ছবিটি পরিচালনা করবেন সাজিদ খান। ২০১৯ সালে 'হাউজফুল ৪' মুক্তি দেওয়ার কথা রয়েছে। যথারীতি ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিওয়ালা।

প্রসঙ্গত, কমেডি সিরিজ সিনেমা 'হাউজফুল' প্রথম মুক্তির পর তুমুল দর্শকপ্রিয়তা পাওয়ায় প্রযোজক বাধ্য হয়েই ছবিটির দ্বিতীয় সিক্যুয়াল করেন। এরপর 'হাউজফুল ৩' বেশ আগ্রহ নিয়ে দেখেন দর্শকরা। সে বিষয়টি মাথায় রেখেই এবার দর্শক-ভক্তদের মাতাতে আসছে 'হাউজফুল ৪'।
সূত্র: বলিউডহাঙ্গামা.কমমন্তব্য