kalerkantho


যে কারণে নদীতে তারা

কালের কণ্ঠ অনলাইন   

৫ জানুয়ারি, ২০১৮ ২১:৫৩যে কারণে নদীতে তারা

বেশির ভাগ ক্ষেত্রে শুটিং স্পটে আনন্দঘন মুহূর্তের মধ্যদিয়েই কাটে কলাকুশলীদের। অন্তত উপরের ছবিটা দেখলে নির্মল আনন্দের প্রতিচ্ছবিই ফুটে উঠে।

সম্প্রতি ভারতের ঋষিকেশ শহরে শুটিং করতে গিয়েছিল ‘সনু কি টিটু কি সুইটি’ সিনেমার ইউনিট। সেখানে নৌকা বা ভেলা জাতীয় বিশেষ বাহনে স্থানীয় একটি নদী পাড় হওয়ার সময় কয়েকজন তারকাকে এমন আনন্দ মুহূর্তে ক্যামেরাবন্দি করা হয়েছে। এতে অবশ্য সবার হাস্যোজ্জ্বল মুখ স্পষ্ট হয়ে উঠেছে।

এরই মধ্যে ‘সুবাহ-সুবাহ’ শিরোনামে ছবিটির একটি গান রিলিজ করা হয়েছে। গানটি অনেকেই পছন্দ করেছেন। ছবিটির অনেক অংশ শুটিং হয়েছে ওই শহরে।

অভিনেতা কার্তিক আরিয়ান, নুসরাত ভেরুচা ও সানি সিংকে নিয়ে নদীর উপর শুট নিতে চেয়েছিলেন ছবিটির পরিচালক লুভ রঞ্জন। শেষ পর্যন্ত শুট নিয়েছিলেন কিনা নিশ্চিত হওয়া যায়নি। তবে আগামী ৯ ফেব্রুয়ারি ‘সনু কি টিটু কি সুইটি’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।মন্তব্য